E-Commerce ব্যবসায় Product Photography

আপনার E-Commerce ব্যবসায় Product Photography এর গুরুত্ব আছে নাকি নেই?

আপনারা যারা যারা এই কন্টেন্টি পড়তেছেন তাদের সবারই হয়তো কোনো নাহ কোনো Ecommerce Business রয়েছে অথবা আপনি চিন্তা করতেছেন কোন Ecommerce Business শুরু করবেন। 

আসা করি পুরো কন্টেন্টি আপনি পড়ে থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ecommerce ব্যবসায় Product Photography এর গুরুত্ব আছে নাকি নেই। এছাড়া আপনি এই কন্টেন্ট টি পড়ে জানতে পারবেন, আপনার Ecommerce ব্যবসায় কোনো পরিবর্তনের দরকার আছে নাকি নেই অথবা কি পরিবর্তনের দরকার।   

 

এবার কথা না বারিয়ে এবার তাহলে মূল বিষয় শুরু করা যাক-  

হয়তো আপনাদের মধ্যে বর্তমানে অনেকেরই  Ecommerce Business রানিং রয়েছে। আপনার প্রডাক্টও ভাল কিন্তু প্রবলেম হচ্ছে সেল নেই তেমন একটা। 

কিন্তু আপনি বুঝতে পারতেছেন নাহ যে আসলে আপনার বিজনেস পলিসি এর সমস্যা কোথায়। 

 

আপনি কি জানেন একটা ecommerce ব্যবসায় মূল জিনিসটা কি ?

ওকে না যেনে থাকলে এবার যেনে রাখুন- যে কোনো ecommerce business এ মূল জিনিস হচ্ছে তার Product এর Photography.

 

এখন আপনি চাইলে বলতে পারেন পোডাক্টে প্রাইসটা তাহলে কি ?

 হ্যা, প্রোডাক্টের প্রাইস খুবই গুরুত্বপূর্ন কিন্তু এটা কখনোই একটি ই-কমার্স ব্যবসায় মূল জিনিস হতে পারে নাহ। 

 

এখন আপনার প্রশ্ন হতে পারে যে, কেনো হতে পারে নাহ ?

ওকে তাহলে যেনে রাখুন, প্রডাক্ট কাস্টোমারের ভাল লেগে থাকলে তখন প্রডাক্টের প্রাইস মেটার করে নাহ। 

কিন্তু আপনার প্রোডাক্ট কাস্টোমারের যদি ভালই না লাগে তাহলে, তখন কাস্টোমারের প্রোডাক্টের প্রাইস জানার ইচ্ছা থাকার কথা নাহ।

আমরা যখন কোনো প্রোডাক্ট দোকান থেকে কিনে থাকি তখন আমরা ঐ জিনিসটাকে খুবই ভাল করে দেখ থাকি। যদি প্রোডাক্টটি ভাল লেগে থাকে তখন তাহলে আমাদের প্রোডাক্টটি কেনার ইচ্ছা যাগে।

আর ভাল না লাগলে তখন আমরা ঐ প্রডাক্টটি তখন রেখ চলে আসি।
ঠিক তেমনই ইকমার্স ব্যবসায় আপনার Product Photography ভাল লাগার পরই কাস্টোমার ঠিক করবে যে প্রোডাক্টটি কিনবে নাকি কিনবে নাহ। 

তাহলে, বুঝতেই পারতেছেন একটি ই-কমার্স ব্যবসায় Product Photography এর গুরুত্ব কতোটুকু।  E-Commerce ব্যবসায় Product Photography!

 

এবার জানা যাক প্রোডাক্ট ফটোগ্রাফির জন্য কোন কোন জিনিসের দিকে আপনার নজর রাখতে হবে।
যারা যারা জানতে চান, আপনাদের প্রোডাক্ট ফটোগ্রাফি কিভাবে ভাল করবেন তারা এখানে Click করুন। 

আসা করি, আপনারা অলরেডি যেনে গিয়েছেন আপনাদের প্রোডাক্ট ফটোগ্রাফিতে কি কি পরিবর্তন আনতে হবে এবং কোন কোন দিকের প্রতি নজর রাখতে হবে।

তাহলে এবার তো বুঝেই গেলেন একটি ই-কমার্স ব্যবসায় Quality Full Product Photography ছাড়া আপনার Ecommerce ব্যবসায় সেল বাড়ানো পসিবল না। 

আপনি হয়তো ভাবছেন, আপনি নিজে এই প্রোডাক্ট ফটোগ্রাফির ঝামেলা না করে কোনো Photography Studio বা কোনো Company দিয়ে করাতে চাচ্ছেন। 

 

সেই ক্ষেত্রে আপনি আপনার জন্য কোন কোম্পানি ভাল হবে? E-Commerce ব্যবসায় Product Photography

এবার আসা যাক তাহলে কোন কম্পানি কে আপনি বেছে নিবেন-
Photography করে থাকে আপনি এমন অনেক কম্পানিই পেয়ে যাবেন। একটা লাইন হয়তো আপনি শুনে থাকবেন, “জিনিস যেটা ভাল দাম তার একটু বেশি”। এটা আপনার ভাল করেই যেনে থাকার কথা, কারন আপনি পন্য বিক্রি করে থাকেন। 


যে পন্যের দাম একটু বেশি সেই পন্য অবশ্যই ভাল হয়ে থাকবে। 

ঠিক তেমনি যে সার্ভিসে যেমন খরচ তার তার কোয়ালিটিও ঠিক তেমন হয়ে থাকবে। আপনি হয়তো অনেক কম্পানিই পেয়ে থাকবেন যেখানে অনেক কম খরচে কাজ নিয়ে থাকে, আপনি চাইলে তাদের থেকে কাজ করিয়ে দেখতে পারেন যে তারা ঠিক কেমন কাজ করে থাকে।


এতে আপনার একটা আইডিয়া হবে যে, কম টাকাতে আসলে কি রকম সার্ভিস পাওয়া যায়। 

 

এর আপনি চাইলে Shopno Career IT এর সাথে যোগাযোগ করতে পারেন। 

তবে আপনি শুনে খুশি হবেন, এখান থেকে আপনি আপনার মনের মতো একটি বাজেট পেয়ে থাকবেন । 

তারা আপনার চাহিদা অনুযায়ী একটি বাজেট দিয়ে থাকবে। আপনার যা যা দরকার হবে সেই অনুযায়ী একটি বাজেট দেয়া হবে। তাহলে আর সময় নষ্ট না করে Shopno Career IT এর সাথে যোগাযোগ করুন।  

Related Posts

1 Response