ওয়েবসাইট এর সেল বাড়াবে প্রোডাক্ট ফটোগ্রাফি: বর্তমানে আমরা অনেকেই আছি যারা ওয়েবসাইটের মাধ্যমে ই-কমার্স ব্যবসাকে বেছে নিয়েছি।
প্রতিটি ব্যবসায় যেমন মূল একটা বিষয় থাকে ঠিক তেমনি ই-কমার্স বিজনেসেও একটা মূল জিনিস রয়েছে আর সেটা হল প্রোডাক্ট ফটোগ্রাফি।
প্রোডাক্ট ফটোগ্রাফি কি ?
প্রোডাক্ট ফটোগ্রাফি এর আরেক নাম হচ্ছে বাণিজ্যিক ফটোগ্রাফি। প্রোডাক্ট ফটোগ্রাফি হল এমন একটি ছবি যেটা আপনার কম্পানির বা আপনার প্রোডাক্টের সেল বাড়াতে সক্ষম করে থাকবে। এই ছবিগুলি দেখতে এমন হয়ে থাকে যে, যা ক্রেতাদের আকৃষ্ট করে ছবির প্রডাক্ট টি কিনতে।
তাহলে একটু বিস্তারিতই বলা যাক- ওয়েবসাইট এর সেল বাড়াবে প্রোডাক্ট ফটোগ্রাফি
আপনি Product Photography করবেন কিন্তু সবার কাছ থেকে নাহ এর জন্য কিছু সর্ত রয়েছে-
- প্রথমত আপনার ছবি প্রফেশনাল হতে হবে ;
- আপনার ছবির ভিতর বেশি অবযেক্ট থাকা যাবে নাহ ;
- পন্যের সম্পূর্ন একটি ছবি তুলতে হবে, যাতে করে আপনার পন্যের পুরো আকারটি বোঝা যায়।
- একই ধরনের যদি বিভিন্ন রং এর প্রডাক্ট হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি গ্রুপ পিকচার ক্যাপচার করতে পারেন;
- প্রডাক্টের মডেল সহ ইনডোর- আউটডোর ছবি থাকা উত্তম।
- আপনার প্রডাক্টের কিছু লাইফস্টাইল ছবি থাকা প্রয়োজন।
- সম্পুর্ন ছবির পাশাপাশি অবজেক্ট কে ফোকাস করে ক্লোস একটি ছবি নিতে হবে
- ছবির বেকগ্রাউন্ড এক কালারের দিলে সবচেয়ে ভাল হবে ;
- ডার্ক কালারের প্রডাক্ট হলে লাইট বেকগ্রাউন্ড হবে ;
- লাইট কালারের প্রডাক্ট হলে ডার্ক বেকগ্রাউন্ড হবে ;
- ছবির এডিটের সময় খেয়াল রাখতে হবে যেন প্রডাক্টের রং পরিবর্তন নাহ হয়ে যায় ;
- ছবি এডিটের ক্ষেত্রে ওভার স্যাচুরেশন করা যাবে নাহ ;
- বেশি HDR মারা যাবে নাহ, এতে ছবি বার্ন করে অর্থাৎ পুরে যায়;
সাধারনত প্রডাক্টের ছবি তোলার ক্ষেত্রে আমরা যেটা করে থাকি অথবা কিছু সাধারন Studio আছে তারা যেটা করে থাকে-
- প্রথমত ছবি তোলার ক্ষেত্রে আমাদের ফ্রেম ঠিক থাকে নাহ;
- আমারদের অবজেক্ট যেটা সেটাকে আমরা ফোকাসে রেখে ছবি তুলি নাহ;
- আমাদের ছবির কালার কারেকশন ঠিক থাকে নাহ;
- ছবি এডিটের ক্ষেত্রে আমরা ওভার স্যাচুরেশন করে ফেলি;
- ছবিতে আমরা বেশি HDR দিয়ে থাকি যার ফলে আমাদের ছবি বার্ন হয়ে যায়;
- আমাদের ছবির এক্সপোস ঠিক থাকে নাহ;
- আমাদের ছবিতে অনেকগুলো অবজেক্ট থাকে;
- প্রডাক্টের কালার এবং বেকগ্রাউন্ড কালার অনেক সময় একই কালার হয়ে যায়, যার ফলে ছবি ফোকাসে তো আসেই নাহ পুরো ছবিটা নষ্ট হয়ে যায়;
এখন আপনার মাথায় প্রশ্ন হতে পারে- তাহলে, এখন আপনার কি করার আছে !
এই ক্ষত্রে আপনি অনেক কিছুই করতে পারেন, যেমন আপনি কোনো প্রফেশনাল ফটোগ্রাফার হায়ার করতে পারেন।
অথবা কোনো Studio অথবভা কোনো Company কে হায়ার করতে পারেন।
এতে করে আপনার কি কি লাভ হতে পারে !! ওয়েবসাইট এর সেল বাড়াবে প্রোডাক্ট ফটোগ্রাফি
- প্রথমত ছবিতোলা নিয়ে আপনার কোনো টেনশনে থাকতে হচ্ছে নাহ;
- আপনার প্রতিটি ছবি প্রফেশনাল হবে;
- আপনার ছবির কালার গ্রেডিং অন্যকে আকর্ষন করবেন;
- ছবি আকর্ষনিয় বলে আপনার সেল বৃদ্ধি পাবে;
- অবজেক্ট ফোকাসে থাকবে, যার ফলে ফেসবুক ক্যাম্পেইনের ক্ষেত্রে কোনো প্রবলেমে হবে নাহ;
- আপনার সময় বাচবে ;
- আপনার নিজের যেহেতু ছবি তুলতে হচ্ছে নাহ তাই, আপনার এই দিকে মনোযোগ না দিয়ে অন্য কোনো কাজে মনোযোগ দিতে পারবেন।
তাহলে তো বুঝতে পারতেছেন, আপনার প্রডাক্টের ফটোগ্রাফির কোয়ালিটি যদি ভাল হয়, তাহলে অবশ্যই আপনার সেল বৃদ্ধি পাবে।
এখন আসা যাক, কোথা থেকে আপনি সার্ভিসটি নিবেন !
আমাদের চারপাশে তো অনেক কম্পানিই রয়েছে, কিন্তু আপনি তাদের ভিতর কোন কম্পানিকে বেছে নিবেন অথবা কিভাবে বেছে নিবেন !
এই ক্ষেত্রে আপনাকে সর্বদা একটা জিনিস মাথায় রাখতে হবে, “যে জিনিস মানে ভাল হয় তার দাম কিন্তু একটূ বেশিই হয়” তো সেই অনুযায়ী অনেক অনেক কম্পানি বা Studio আছে যারা আপনাকে খুবই কম টাকাতে আপনার ফটোগ্রাফি করে দিবে। আপনি এই ভেবে হয়তো খুশি হতে পারেন যে আপনি খুব কম টাকাতে সার্ভিস পাচ্ছেন। কিন্তু আপনার প্রডাক্ট ফটোগ্রাফির কোয়ালিটি ভাল হবে কিনা সেটা কি একবার ভেবে দেখেছেন !
না ভেবে থাকলে আগে সেটা ভাবুন, কারন আপনি ফটোগ্রাফি সার্ভিসটা এই জন্যেই নিচ্ছেন যেনো আপনার ছবির কোয়ালিটি ভাল হয়।
ছবির কোয়ালিটি যদি ভালই না হয়, তাহলে শুধু শুধু টাকা নষ্ট করার কি দরকার !
একটা জিনিস খেয়াল রাখবেন তা আপনি যেখান থেকেই সার্ভিস নেন নাহ কেনো, প্রথমে তাদের কাজের Sampleচেক করে নিবেন।
এতে করে বুঝতে পারবেন তাদের প্রডাক্ট ফটোগ্রাফির কোয়ালিটি কেমন। এতে করে পরবর্তীতে আপনার কোয়ালিটি নিয়ে টেনশন করতে হবে নাহ।
এখনো হয়তো আপনি চিন্তা করতেছেন, এমন সার্ভিস আপনি কোথা থেকে পাবেন !
এই ক্ষেত্রে আমি না হয় আপনার ডিসিসন নিতে একটু সহজ করেই দিলাম-
আপনি আপনার প্রডাক্ট ফটোগ্রাফির জন্য Searchlight Studio কে বেছে নিতে পারেন। তাদের সবচেয়ে ভাল একটি জিনিস হচ্ছে তারা আপনার বাজেট অনুযায়ী একটি প্যাকেজ বানিয়ে দিবে।
তাই দেড়ি না করে, আপনি Searchlight Studio এর সাথে যোগাযোগ করতে পারেন এবং তাদের দেয়া কাজের Demo পছন্দ হলে আপনি তাদের থেকে আপনার Product Photography এর কাজ করিয়ে নিতে পারেন।
অনেকেই আছেন যারা ফেসবুকে প্রতিদিন আপনার পোস্টে বুস্ট করতে চান তারা Shopno Career IT এর সাথে যোগাযোগ করতে পারেন ।
[…] অতঃপর বোঝাই যাচ্ছে ই কমার্স ব্যবসায় প্রডাক্ট ফটোগ্রাফির গুরুত্ব কতোটুকু। আপনার ই কমার্স […]