সাধারনত যখন আমরা প্রথম প্রথম ছবি তুলে থাকি সেটা মোবাইল হোক বা ক্যামেরা, আমরা আমাদের সাব্জেক্টকে ফ্রেমের মাঝখানে রেখে থাকি।
সেটা বুঝে হোক আর না বুঝে হোক, যে কেউ যখন কোনো কিছুর ছবি তুলতে যাই তখন আমরা সেটাকে মাঝখানেই রাখার চেষ্টা করি। না হলে আমাদের কাছে তখন মনে হয় ছবিটা হয়তো ঠিক হয় নি।
আসলেই কি তাই !
আপনারা যারা যারা এতোদিন এভাবে ছবি তুলে এসেছেন, তারা ঠিক ভুল কাজটা করে আসতেছেন। ফটোগ্রাফির ভাষায় এই টাইপের ছবিকে বোরিং ছবি বলা হয়ে থাকে।
উদাহরন স্বরূপ আপনি নিচের ছবিটি দেখতে পারেন-
এই ছবিটি যদি আপনি দেখেন তাহলে আপনার কাছে ছবিটি ভাল লাগতেও পার কারন একটা নৌকা দেখছে যাত্রি নিয়ে নদি পার হচ্ছে। কিন্তু আপনি যদি ভালভাবে দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন ছবিটির ভিতর কিছু একটা মিসিং রয়েছে।
কি মিসিং আছেও আপনি কি সেটা ধরতে পেরেছেন ? নাকি এখনো বুঝতে পারতেছেন নাহ !
আচ্ছা আর চিন্তা করতে হবে নাহ এবার এই ছবিটি দেখুন তো –
কি কিছু পার্থক্য পেলেন ! পার্থক্যটা হচ্ছে ফ্রেমে, এটাকে বলা হয়ে থাকে “Rule of Third”। এটি একটি গাইড লাইন যা আপনাকে সাহায্য করবে আপনার সাবজেক্টকে কেন্দ্রে এনে আপনার চোখে ডায়নামিক ও আকর্ষনীয় করে তোলা।
আচ্ছা, আপনি হয়তো এখনো পুরো ব্যপারটা ক্লিয়ার নাহ, আমি তাহলে একটু ডিটেইলসেই বলি-
আমরা যখন মোবাইলে বা ক্যামেরা দিয়ে ছবি তুলে থাকি, প্রথমে আমরা একটা সাইজ সিলেক্ট করে থাকি, যেমন- 1:1, 3:4, 9:16
সাইজ তো একটা সিলেক্ট করলাম, কিন্তু আমাদের ক্যামেরায় একটা Grid অপশন থাকে এটা কি আপনি খেয়াল করেছেন ?
খেয়াল হয়তো ঠিকই করেছেন কিন্তু আপনার কাছে হয়তো এই Grid জিনিসটি ছবি তোলার ক্ষেত্রেই প্রবলেম হয়ে থাকে। যেমন অনেকেই বলে থাকে “ভাই এই মোবাইলের যে দাগ দাগ আসতেছে এটা কাটবো কিভাবে !!”
ব্যপারটা আসলে হাস্যকর আপনাকে এই অপশনটা কেনো দেয়া হয়েছে কখনো ভেবে দেখেছেন !
হয়তো কখনো ভাবার চিন্তাই করেন নি, তাহলে আজ আপনাদের পুরো ব্যপারটা পরিষ্কার করে দিচ্ছি।
ভাল ফলাফল আনতে ডিজিটাল মার্কেটিং এ প্রোডাক্ট ফটোগ্রাফি
নিচের ছবিটি খেয়াল করুন-
এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি ফ্রেমে Vertical এবং Horizontal ভাবে দুইটা দাগ দেয়া রয়েছে।
এখানে যে চারটি পয়েন্ট রয়েছে, এই চারটা পয়েন্টই হলো ফোকাস পয়েন্ট।
প্রথম ছবিটি দেখুন- রুল অফ থার্ড ইন ফটোগ্রাফি
এই ছবিটি দেখে বুঝতে পারতেছেন যে ছবিটি কেন্দ্রে নেই, অর্থাৎ ফোকাস পয়েন্টে নেই।
এবার পরের ছবিট দেখুন- রুল অফ থার্ড ইন ফটোগ্রাফি
এই ছবিটি ভাল করে খেয়াল করলে দেখতে পাবেন এখানে সাবজেক্ট কেন্দ্রে আছে, তার মানে এখানে সাবজেক্ট দুইটা, একটা নৌকা এবং আরেকটা চাদ ।
তার মানে হচ্ছে আপনি এই “Rule of third” ব্যবহার করে আপনি যে কোনো সাবজেক্টকে ফোকাসে আনতে পারবেন। এবং আপনার ভিউয়ারকে বুঝাতে পারবেন যে এটা আপনার ফ্রেমে সাবজেক্ট।
এতে আপনার ছবি শুধু ফোকাসেই আসবে নাহ আকর্ষনীয়ও লাগবে।